মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৭০২
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - দণ্ডায়মান হওয়া
৪৭০২। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন বসিতেন এবং আমরাও তাঁহার চতুষ্পার্শ্বে বসা থাকিতাম, তখন তিনি (কোন প্রয়োজনে) উঠিয়া যাওয়ার সময় পুনরায় ফিরিয়া আসার ইচ্ছা থাকিলে নিজের জুতা কিংবা পরিধানের অন্য কিছু খুলিয়া রাখিয়া যাইতেন। ইহাতে সাহাবাগণ বুঝিতে পারিতেন যে, তিনি ফিরিয়া আসিবেন, ফলে তাহারাও স্বস্থানে বসিয়া থাকিতেন। –আবু দাউদ
وَعَن أبي الدرداءِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جلس - جلسنا حوله - فَأَرَادَ الرُّجُوعَ نَزَعَ نَعْلَهُ أَوْ بَعْضَ مَا يَكُونُ عَلَيْهِ فَيَعْرِفُ ذَلِكَ أَصْحَابُهُ فَيَثْبُتُونَ. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
বসার স্থানে জুতা, পাগড়ী, রুমাল ইত্যাদি কিছু রাখিয়া যাওয়াতে দুই ধরনের লাভ রহিয়াছে। (এক) তাহার স্থানে কেহ বসিবে না। (দুই) মজলিসের শৃংখলা নষ্ট হইবে না ।
