মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৭২
২. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহাকেও ডাকা হয় এবং সে বার্তা বাহকের সাথে চলিয়া আসে, তবে উহাই হইবে তাহার জন্য অনুমতি। – আবু দাউদ। আবু দাউদের অপর এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ 'কোন ব্যক্তির কাহারও নিকট লোক পাঠানোই তাহার জন্য অনুমতি'।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دُعِيَ أَحَدُكُمْ فجاءَ مَعَ الرسولِ فَإِن ذَلِك إِذْنٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «رَسُول الرجل إِلَى الرجل إِذْنه»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৭২ | মুসলিম বাংলা