মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৭২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যখন তোমাদের কাহাকেও ডাকা হয় এবং সে বার্তা বাহকের সাথে চলিয়া আসে, তবে উহাই হইবে তাহার জন্য অনুমতি। – আবু দাউদ। আবু দাউদের অপর এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ 'কোন ব্যক্তির কাহারও নিকট লোক পাঠানোই তাহার জন্য অনুমতি'।
كتاب الآداب
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا دُعِيَ أَحَدُكُمْ فجاءَ مَعَ الرسولِ فَإِن ذَلِك إِذْنٌ» . رَوَاهُ أَبُو دَاوُدَ. وَفِي رِوَايَةٍ لَهُ قَالَ: «رَسُول الرجل إِلَى الرجل إِذْنه»
tahqiqতাহকীক:তাহকীক চলমান