মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৭৩
২. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে বুসর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন কাহারও বাড়ীতে যাইতেন তখন সরাসরি দরজা বরাবর মুখ করিয়া দাড়াইতেন না; বরং দরজার ডান কিংবা বাম পার্শ্বে দাঁড়াইয়া বলিতেনঃ আসসালামু আলাইকুম', আসসালামু আলাইকুম। আর তাহা এই কারণে যে, তৎকালে দরজার সম্মুখে পর্দা হইত না । —আবু দাউদ। আর হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত হাদীস, “হুযূর (ﷺ) বলেনঃ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ্” যিয়াফতের অধ্যায়ে উল্লেখ করা হইয়াছে।
وَعَن عبد الله بن بُسرٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَتَى بَابَ قَوْمٍ لَمْ يَسْتَقْبِلِ الْبَاب تِلْقَاءِ وَجْهِهِ وَلَكِنْ مِنْ رُكْنِهِ الْأَيْمَنِ أَوِ الْأَيْسَرِ فَيَقُولُ: «السَّلَامُ عَلَيْكُمْ السَّلَامُ عَلَيْكُمْ» وَذَلِكَ أَنَّ الدُّورَ لَمْ يَكُنْ يَوْمَئِذٍ عَلَيْهَا سُتُورٌ. رَوَاهُ أَبُو دَاوُدَ
وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ قَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ» فِي «بَابِ الضِّيَافَةِ»
وَذَكَرَ حَدِيثَ أَنَسٍ قَالَ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ» فِي «بَابِ الضِّيَافَةِ»
হাদীসের ব্যাখ্যা:
সাধারণতঃ হুযুর (ﷺ) তিনবার সালাম করিতেন। এখানে রাবী সংক্ষিপ্তের জন্য দুইবার বলিয়া একাধিকবার বুঝাইয়াছেন। আর দরজায় পর্দা থাকিলেও এক পার্শ্বে দাড়াইয়া অনুমতি চাওয়াই সুন্নত।
