মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৭১
২. দ্বিতীয় অনুচ্ছেদ - অনুমতি প্রার্থনা
৪৬৭১। কাল্দাহ্ ইবনে হাম্বল (রাঃ) বলেন, একদা হযরত সাফওয়ান ইবনে উমাইয়্যা (রাঃ) [আমার মাধ্যমে] কিছু দুধ, ছোট একটি হরিণ শাবক ও কিছু কাঁকড়ি নবী (ﷺ) এর নিকট পাঠাইলেন। এই সময় নবী (ﷺ) মক্কার উচ্চ প্রান্তে (যাহাকে মুয়াল্লা বলা হয়) অবস্থানরত ছিলেন। কাল্দাহ্ বলেন, আমি এমনিভাবে তাঁহার কাছে প্রবেশ করিলাম, তাঁহাকে সালামও করিলাম না, অনুমতিও লইলাম না। তখন নবী (ﷺ) আমাকে বলিলেনঃ চলিয়া যাও এবং পুনরায় আসিয়া বল, আসসালামু আলাইকুম' আমি কি প্রবেশ করিতে পারি? — তিরমিযী ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ كَلَدَةَ بْنِ حَنْبَلٍ: أَنَّ صَفْوَانَ بْنَ أُميةَ بعث بِلَبن أَو جدابة وَضَغَابِيسَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى الْوَادِي قَالَ: فَدَخَلْتُ عَلَيْهِ وَلَمْ أُسَلِّمْ وَلَمْ أَسْتَأْذِنْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ارْجِعْ فَقُلِ: السَّلَامُ عَلَيْكُمْ أَأَدْخُلُ . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
হযরত কালাদা রাযি. তখন সদ্য ঈমান আনয়নকারী একজন মুসলিম। ইসলামের আদব-কায়দা কিছুই জানা নেই। কারও ঘরে প্রবেশের নিয়ম-কানুন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর জানা নেই যে, কারও ঘরে ঢুকতে হলে সালাম দিয়ে অনুমতি নিতে হয়। ফলে তিনি বিনা অনুমতিতেই ঢুকে পড়েছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না। বরং তাকে প্রত্যক্ষভাবে শিখিয়ে দিলেন কারও ঘরে প্রবেশের আগে কীভাবে অনুমতি চাইতে হয়। বললেন, বের হও, তারপর প্রথমে সালাম দাও, তারপর বলো 'প্রবেশ করতে পারি?'।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. কারও ঘরে প্রবেশ করতে হলে সালাম দেওয়ার মাধ্যমে অনুমতি গ্রহণ করতে হবে।
খ. কারও দ্বারা ইসলামী আদব-কায়দা পালনে ভুল হয়ে গেলে তাকে তা শিখিয়ে দেওয়া চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
