মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৬৬
১. তৃতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৬৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আগে সালাম প্রদানকারী গর্ব-অহংকার হইতে মুক্ত। —বায়হাকী শোআবুল ঈমানে
وَعَن عَبْدِ

اللَّهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْبَادِئُ بِالسَّلَامِ بَرِيءٌ مِنَ الْكِبْرِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي «شعب الْإِيمَان»

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যেক মানুষের অন্তরে কিছু না কিছু অহংকার থাকেই। উহা জন্মগতভাবে মানবীয় স্বভাব। আর সালাম হইল সেই দুষ্ট ব্যাধির প্রতিষেধক।
tahqiqতাহকীক:তাহকীক চলমান