মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৬৫
১. তৃতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৬৫। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি নবী (ﷺ)-এর খেদমতে আসিয়া বলিল, আমার বাগানে অমুক ব্যক্তির একটি খেজুর গাছ আছে। তাহার উক্ত গাছটি আমাকে কষ্ট দিতেছে। ইহা শুনিয়া নবী (ﷺ) সেই লোকটিকে ডাকাইয়া আনিলেন এবং বলিলেনঃ তোমার ঐ ফলদার খেজুর গাছটি আমার কাছে বিক্রয় করিয়া দাও। সে বলিল, আমি বিক্রয় করিব না। তিনি বলিলেনঃ তাহা না হইলে আমাকে দান কর। সে বলিল, আমি দানও করিব না। এবার হুযূর (ﷺ) বলিলেনঃ তাহাও না হইলে বেহেশতের একটি খেজুর গাছের বিনিময়ে উহা বিক্রয় করিয়া দাও। সে বলিল, না। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি তোমার চাইতে অধিক কৃপণ আর কাহাকেও দেখি নাই। তবে হ্যাঁ, অধিক কৃপণ যে সালাম দিতে কার্পণ্য করে। —আহমদ ও বায়হাকী-শো'আবুল সেই ব্যক্তিই অধিক ঈমানে
وَعَن جَابر

قَالَ: أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لِفُلَانٍ فِي حَائِطِي عَذْقٌ وَأَنَّهُ آذَانِي مَكَانُ عَذْقِهِ فَأَرْسَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنْ بِعْنِي عَذْقَكَ» قَالَ: لَا. قَالَ: «فَهَبْ لِي» . قَالَ: لَا. قَالَ: «فَبِعْنِيهِ بِعَذْقٍ فِي الْجَنَّةِ» ؟ فَقَالَ: لَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ الَّذِي هُوَ أَبْخَلُ مِنْكَ إِلَّا الَّذِي يَبْخَلُ بِالسَّلَامِ» . رَوَاهُ أَحْمَدُ وَالْبَيْهَقِيُّ فِي «شُعَبِ الْإِيمَانِ»

হাদীসের ব্যাখ্যা:

‘তুমি গাছটি বিক্রয় বা দান করিয়া দাও', হুযুরের এই নির্দেশটি শরী'আতের হুকুম হিসাবে ছিল না। বরং উহা ছিল আবদার বা অনুরোধ। ‘বেহেশতের গাছের বিনিময়ে বিক্রয় কর।' ইহা হইতে বুঝা যায়— সে মুনাফিক বা কাফেরও ছিল না। বরং সে ছিল বেদুইন ও অসামাজিক। তাই অভদ্রোচিত আচরণ করিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৬৫ | মুসলিম বাংলা