মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৫৫
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৫। গালিব (রহঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা হযরত হাসান বসরী (রহঃ)-এর দরজায় বসা ছিলাম। এমন সময় এক ব্যক্তি আসিয়া বলিল, আমার পিতা আমার দাদা হইতে বর্ণনা করিয়াছেন, তিনি (অর্থাৎ, আমার দাদা) বলেন, একদিন আমার পিতা আমাকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট পাঠাইলেন এবং বলিলেন, 'তাঁহাকে আমার সালাম জানাইবে।' আমার দাদা বলেন—আমি তাঁহার খেদমতে আসিয়া বলিলাম, আমার পিতা আপনাকে সালাম জানাইয়াছেন। তিনি বলিলেনঃ ‘তোমার উপর এবং তোমার পিতার উপর আমার সালাম।' –আবু দাউদ
وَعَن غَالب قَالَ:

إِنَّا لَجُلُوسٌ بِبَابِ الْحَسَنِ الْبَصْرِيِّ إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ: حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي

قَالَ: بَعَثَنِي أَبِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: ائتيه فَأَقْرِئْهُ السَّلَامَ. قَالَ: فَأَتَيْتُهُ

فَقُلْتُ: أَبِي يُقْرِئُكَ السَّلَامَ. فَقَالَ: عَلَيْكَ وَعَلَى أَبِيكَ السَّلَامُ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

কাহারও নিকট বাহক মারফত সালাম পাঠাইলে সে লোক যাইয়া বলিল, “অমুক আপনাকে সালাম জানাইয়াছে' অথবা বাহককে বলিল, অমুকের কাছে আমার সালাম পৌঁছাইয়া দাও। এই অবস্থায় সালামের জন্য এতটুকু বলাই যথেষ্ট হইবে। অর্থাৎ, ‘আসসালামু আলাইকুম' বলার প্রয়োজন হইবে না। আর জওয়াবদাতা বলিবে عليك وعليه السلام।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৫৫ | মুসলিম বাংলা