মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৪৬৫৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৬। আবুল আ'লা ইবনে হাযরামী (রহঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, (আমার পিতা) আ'লা ইবনে আল-হাযরামী (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পক্ষ হইতে কর্মচারী ছিলেন। যখন তিনি তাঁহার (হুযূরের) কাছে চিঠি লিখিতেন তখন নিজের নাম দিয়া আরম্ভ করিতেন। —আবু দাউদ
وَعَن أبي
الْعَلَاء بن الْحَضْرَمِيّ أَنَّ الْعَلَاءَ الْحَضْرَمِيَّ كَانَ عَامِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ إِذَا كَتَبَ إِليه بدأَ بنفسِه. رَوَاهُ أَبُو دَاوُد
الْعَلَاء بن الْحَضْرَمِيّ أَنَّ الْعَلَاءَ الْحَضْرَمِيَّ كَانَ عَامِلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ إِذَا كَتَبَ إِليه بدأَ بنفسِه. رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
পত্র লিখার ইসলামী নিয়ম হইল—প্রথমে প্রেরক নিজের নাম-পরিচয় দিবে, তারপর প্রাপকের নাম-পরিচয় লিখিবে। অতঃপর সালাম ও দো'আ পেশ করিবে, চতুর্থ পর্যায়ে বক্তব্য উল্লেখ করিবে। বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে হুযূর (ﷺ) ইসলামের দাওয়াতী চিঠি এইভাবেই লিখিয়াছিলেন।
