মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৬৫৪
১. দ্বিতীয় অনুচ্ছেদ - সালাম
৪৬৫৪। হযরত ইমরান ইবনে হোছাইন (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা জাহিলী যুগে (সাক্ষাতে) বলিতাম, আল্লাহ্ তোমার চক্ষু শীতল করুন, প্রাতঃকাল আনন্দময় হউক। কিন্তু ইসলাম আসার পর আমাদেরে ইহা হইতে নিষেধ করা হয়। –আবু দাউদ
وَعَنْ عِمْرَانَ

بْنِ حُصَيْنٍ قَالَ: كُنَّا فِي الْجَاهِلِيَّةِ نَقُولُ: أَنْعَمَ اللَّهُ بِكَ عَيْنًا وَأَنْعَمَ صَبَاحًا. فَلَمَّا كَانَ الْإِسْلَامُ نُهِينَا عَنْ ذَلِكَ. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৬৫৪ | মুসলিম বাংলা