মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৪৬১৭
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৬১৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: ঘুমন্ত ব্যক্তি ঘুমের ঘোরে যেভাবে স্বপ্ন দেখে—এক রাত্রে আমি স্বপ্নে দেখিলাম, যেন আমি আমার সাহাবাগণ সমেত ওকবা ইবনে রাফে' (রাঃ)-এর গৃহে অবস্থিত। তখন আমাদের সম্মুখে কিছু তাজা পাকা খেজুর (রোতাব) হাযির করা হইল। যাহাকে রোতাব ইবনে তার বলা হয়। (ইহা এক বিশেষ ধরনের খেজুরের নাম।) সুতরাং আমি ইহার এই তা'বীর করিয়াছি যে, (رافع) নামে ইঙ্গিত রহিয়াছে) দুনিয়াতে আমার ও আমার সঙ্গীদের মর্যাদা বুলন্দ হইবে এবং (عقبة নামের মধ্যে ইঙ্গিত রহিয়াছে যে,) আমাদের পরকাল হইবে সুখময় আর (طاب শব্দে ইঙ্গিত রহিয়াছে যে,) আমাদের দ্বীন হইল সর্বোত্তম ধর্ম। মুসলিম
كتاب الرؤيا
وَعَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ ذَاتَ لَيْلَةٍ فِيمَا يَرَى النَّائِمُ كَأَنَّا فِي دَارِ عُقْبَةَ بْنِ رَافِعٍ فَأُوتِينَا بِرُطَبٍ مِنْ رُطَبِ ابْنِ طَابٍ فَأَوَّلْتُ أَنَّ الرِّفْعَةَ لَنَا فِي الدُّنْيَا وَالْعَاقِبَةَ فِي الْآخِرَةِ وَأَنَّ دِينَنَا قَدْ طَابَ» . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান