মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬১৮
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৬১৮। হযরত আবু মুসা আশআরী (রাঃ) হইতে বর্ণিত আছে যে, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আমি স্বপ্নে দেখিয়াছি, আমি মক্কা হইতে এমন এক ভূ-খণ্ডের দিকে হিজরত করিতেছি যেখানে খেজুর গাছ রহিয়াছে। (তা'বীর হিসাবে) আমার ধারণা হইল যে, ইহার দ্বারা ইয়ামামা বা হিজরের দিকে ইঙ্গিত করা হইয়াছে। কিন্তু পরে প্রকাশ পাইল, উহা মদীনা মোনাওয়ারা, যাহার নাম ইয়াসরেব। আমি স্বপ্নে ইহাও দেখিতে পাইলাম যে, আমি তলোয়ার নাড়াইতেছি। এমন সময় উহার মধ্যখান দিয়া ভাঙ্গিয়া গেল। আর উহার তা'বীর "ওহোদ যুদ্ধে মুসলমানদের উপর নামিয়া আসা বিপর্যয়" দ্বারা প্রকাশ পাইল। অতঃপর আমি পুনরায় তলোয়ার নাড়া দিলাম, তখন দেখিলাম, উহা পূর্বাপেক্ষা আরও উত্তম হইয়া গিয়াছে। উহার তা'বীর যাহা আল্লাহ্ তা'আলা পরবর্তী সময়ে দান করিয়াছেন (মক্কা) বিজয় এবং মুসলমানদের সম্মিলিত শক্তি। মোত্তাঃ
كتاب الرؤيا
وَعَنْ أَبِي مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ فَذَهَبَ وَهْلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ فَإِذَا هِيَ الْمَدِينَةُ يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَايَ هَذِهِ: أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ أُخْرَى فعادَ أحسنَ مَا كانَ فإِذا هوَ جَاءَ اللَّهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ