মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৫- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪৬১৬
- স্বপ্ন ও তার ব্যাখ্যা সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪৬১৬। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া বলিল, আমি স্বপ্নে দেখিয়াছি, আমার মাথা কাটিয়া ফেলা হইয়াছে। বর্ণনাকারী বলেন, তাহার কথা শুনিয়া নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিলেন এবং বলিলেন, শয়তান যখন তোমাদের কাহারো সাথে ঘুমের মধ্যে তামাশা করে, তখন উহা কোন মানুষের কাছে বর্ণনা করা উচিত নহে। —মুসলিম
كتاب الرؤيا
وَعَن جَابر قَالَ: جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ رَأْسِي قُطِعَ قَالَ: فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ: «إِذَا لَعِبَ الشَّيْطَانُ بِأَحَدِكُمْ فِي مَنَامِهِ فَلَا يُحَدِّثْ بِهِ النَّاس» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, ইহা কাল্পনিক স্বপ্ন যাহা শয়তানের প্রভাবে দেখিয়াছে। এরূপ স্বপ্ন অন্যের কাছে বলা উচিত নহে। কেহ কেহ ইহার তা'বীর দিয়াছেন, মাথা কাটা অর্থ, নিয়ামত ছিনাইয়া নেওয়া বা সমাজ হইতে বিচ্ছিন্ন হওয়া!