মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯৩
২. প্রথম অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৩। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, কতিপয় লোক রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্যোতিষীদের সম্পর্কে জিজ্ঞাসা করিলেন। (অর্থাৎ, তাহাদের কথা বিশ্বাস করা জায়েয কিনা ?) রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে বলিলেন ঃ উহারা কিছুই নহে। তাহারা বলিল, ইয়া রাসূলাল্লাহ! তাহারা কোন কোন সময় এমন কথা বলে, যাহা সত্য ও সঠিক হইয়া থাকে। তখন রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, ঐ কথাটি সত্য যাহা জ্বিন শয়তান (উর্ধ্ব জগত হইতে) তড়িৎ গতিতে শুনিয়া লয় অতঃপর মোরগের করকরানের মত শব্দ করিয়া তাহার বন্ধুর কানে উহা পৌঁছাইয়া দেয়। ইহার পর সেই গণক ঐ একটি সত্য কথার সাথে শত শত মিথ্যা মিলাইয়া প্রকাশ করিতে থাকে। মোত্তাঃ
وَعَن عَائِشَة قَالَتْ: سَأَلَ أُنَاسٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْكُهَّانِ فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُمْ لَيْسُوا بِشَيْءٍ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ أَحْيَانًا بِالشَّيْءِ يَكُونُ حَقًّا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيَقُرُّهَا فِي أُذُنِ وَلَيِّهِ قَرَّ الدَّجَاجَةِ فَيَخْلِطُونَ فِيهَا أَكْثَرَ مِنْ مِائَةِ كذبة»
হাদীসের ব্যাখ্যা:
একজন ঈমানদার মুসলমানের এই দৃঢ় বিশ্বাস থাকিতে হইবে যে, কোন মানুষ বা জ্বিন গায়েব জানে না। তাহাদের কথায় বিশ্বাস স্থাপন করিলে ঈমান বরবাদ হইয়া যাইবে। কোন কোন বৈদ্য খনকার জ্বিন হাজির করে এবং তাহার নিকট হইতে গায়েবী কোন কোন কথা জানিয়া লয়, ইহা শিরকী কাজ। ইহার প্রতি আস্থা রাখা হারাম।
