মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৯৪
২. প্রথম অনুচ্ছেদ - জ্যোতিষীর গণনা
৪৫৯৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, ফিরিশতাদের এক দল মেঘের দেশে (অর্থাৎ, পৃথিবী হইতে নিকটতম আকাশে নামিয়া আসেন এবং আসমানে যাহার ফয়সালা হইয়াছে পরস্পর তাহার আলোচনা করেন, সেই সময় জ্বিন শয়তান কান লাগাইয়া রাখে। আর যখনই সে কোন কথা শুনিতে পায়, তখনই উহা গণকদের কানে পৌঁছাইয়া দেয় এবং তাহারা নিজেদের পক্ষ হইতে শত শত মিথ্যা উহার সাথে মিলাইয়া প্রকাশ করিতে থাকে। (ফলে একটি সত্য হয় আর সব কয়টি হয় মিথ্যা।) — বুখারী
وَعَنْهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِنَّ الْمَلَائِكَةَ تَنْزِلُ فِي الْعَنَانِ وَهُوَ السَّحَابُ فَتَذْكُرُ الْأَمْرَ قُضِيَ فِي السَّماءِ فتسترق الشياطينُ السمعَ فَتُوحِيهِ إِلَى الْكُهَّانِ فَيَكْذِبُونَ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ من عِنْد أنفسهم. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫৯৪ | মুসলিম বাংলা