মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯১
১. তৃতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৯১। হযরত উরওয়া ইবনে আমের (রাঃ) হইতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সম্মুখে অশুভ লক্ষণ সম্পর্কে আলোচনা করা হইল। তখন তিনি বলিলেনঃ নেক ফাল গ্রহণ করাই উত্তম। কোন মুসলমানকে অশুভ লক্ষণ তাহার উদ্দেশ্য হইতে ফিরাইয়া রাখিতে পারে না। তবে হ্যাঁ, যদি তোমাদের কেহ মন্দ কিছু দেখিতে পায়, তবে এই দো'আ পাঠ করিবে— اللَّهُمَّ لَا يَأْتِي بِالْحَسَنَاتِ إِلَّا أَنْتَ وَلَا يَدْفَعُ السَّيِّئَاتِ إِلَّا أَنْتَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ অর্থাৎ, হে আল্লাহ্ ! ভাল কাজ আপনার দ্বারাই সংঘটিত হয় এবং মন্দ আপনিই দূর করেন। আল্লাহ্ ছাড়া আমাদের কোন শক্তি-সামর্থ্য নাই। – আবু দাউদ মুরসাল হিসাবে
الْفَصْل الثَّالِث
عَن عُرْوَة بن عَامر قَالَ: ذُكِرَتِ الطِّيَرَةُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَحْسَنُهَا الْفَأْلُ وَلَا تَرُدُّ مُسْلِمًا فَإِذَا رَأَى أَحَدُكُمْ مَا يَكْرَهُ فَلْيَقُلْ: اللَّهُمَّ لَا يَأْتِي بِالْحَسَنَاتِ إِلَّا أَنْتَ وَلَا يَدْفَعُ السَّيِّئَاتِ إِلَّا أَنْتَ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ . رَوَاهُ أَبُو دَاوُدَ
