মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৯০
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৯০। ইয়াহ্ইয়া ইবনে আব্দুল্লাহ্ ইবনে বাহীর (রহঃ) বলেন, আমাকে এমন এক লোক বর্ণনা করিয়াছেন, যিনি হযরত ফারওয়াহ্ ইবনে মোসাইককে বলিতে শুনিয়াছেন যে, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদের কাছে আব্বুইয়ান নামে একটা যমীন আছে, যেখানে আমরা কৃষিদ্রব্য ও খাদ্যপণ্য ইত্যাদি আমদানী-রফতানী করিয়া থাকি (অর্থাৎ, উহা আমাদের পণ্যের ব্যবসাকেন্দ্র), তবে সেখানে অসুখ-বিসুখ খুব একটা লাগিয়াই থাকে। তখন তিনি বলিলেনঃ তুমি ঐ স্থানটি ছাড়িয়া দাও। কেননা, অস্বাস্থ্যকর স্থানে বসবাস করা নিজেকে স্বেচ্ছায় ধ্বংস করারই নামান্তর। —আবু দাউদ
وَعَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ قَالَ: أَخْبَرَنِي مَنْ سَمِعَ فَرْوَةَ بْنَ مُسَيْكٍ يَقُولُ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ عِنْدَنَا أَرْضٌ يُقَالُ لَهَا أَبْيَنُ وَهِيَ أَرْضُ رِيفِنَا وَمِيرَتِنَا وَإِنَّ وَبَاءَهَا شَدِيدٌ. فَقَالَ: «دَعْهَا عَنْكَ فَإِنَّ من القَرَف التّلف» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
রোগে সংক্রামী হওয়া আছে, তাই নবী (ﷺ) ঐ ব্যক্তিকে উক্ত স্থান ত্যাগ করিতে নির্দেশ দিয়াছেন হাদীসের অর্থ ইহা নহে; বরং সেই স্থানটিই স্বাস্থ্যের অনুপযুগী, সেখানের আবহাওয়া স্বাস্থ্যের প্রতিকূলে। চিকিৎসা বিজ্ঞান মতে এমন স্থানে বসবাস করা উচিত নহে। সুতরাং হুযূর (ﷺ) এই দৃষ্টিকোণ হইতে নির্দেশ দিয়াছেন।
