মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮৯
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৯। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি আসিয়া বলিল, হে আল্লাহর রাসূল! (প্রথমে) আমরা এমন একখানা ঘরে বসবাস করিতেছিলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ বৃদ্ধি পাইল। পরে আমরা সেই ঘর পরিত্যাগ করিয়া এমন এক ঘরে আসিয়া উঠিলাম, যেখানে আমাদের সংখ্যা ও সম্পদ হ্রাস পাইল। তখন নবী (ﷺ) বলিলেনঃ তোমরা এই ঘর পরিত্যাগ কর। কেননা, ইহা ভাল নহে। –আবু দাউদ
وَعَن أنس قَالَ: قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا كُنَّا فِي دَارٍ كَثُرَ فِيهَا عَدَدُنَا وَأَمْوَالُنَا فَتَحَوَّلْنَا إِلَى دَارٍ قَلَّ فِيهَا عَدَدُنَا وَأَمْوَالُنَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ذروها ذميمة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
তাহাদের মনের মধ্যে এই ধারণা জন্মিয়াছিল যে, এই ঘর তাহাদের অনুকূলে নহে। সুতরাং উহা দূর করার উদ্দেশ্যে হুযূর (ﷺ) তাহাদিগকে বর্তমানে অবস্থানরত গৃহ পরিত্যাগ করিতে পরামর্শ দিয়াছেন।
