মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৪৫৮৮
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৮। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী (ﷺ) কোন কিছু দ্বারা অশুভ লক্ষণ গ্রহণ করিতেন না। তাঁহার অভ্যাস ছিল, তিনি যখন কোথাও কোন কর্মচারী পাঠাইতে ইচ্ছা করিতেন, তখন তাহার নাম জিজ্ঞাসা করিতেন। যদি তাহার নাম ভাল হইত, তাহাতে তিনি খুশী হইতেন এবং খুশীর রেখা তাঁহার চেহারা মোবারকে ফুটিয়া উঠিত। আর যদি তাহার নাম মন্দ হইত, তখন অসন্তুষ্টির চিহ্ন তাঁহার চেহারায় প্রকাশ পাইত। আর যখন তিনি কোন লোকালয়ে প্রবেশ করিতেন, তখন উহার নাম জিজ্ঞাসা করিতেন। যদি উহার নাম তাঁহার পছন্দমত হইত, তখন আনন্দিত হইতেন এবং খুশীর চিহ্ন তাঁহার চেহারায় ফুটিয়া উঠিত। কিন্তু যদি উহার নাম অপছন্দনীয় হইত, তখন উহার চিহ্নও তাঁহার চেহারায় পরিলক্ষিত হইত। –আবু দাউদ
وَعَنْ بُرَيْدَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يَتَطَيَّرُ مِنْ شَيْءٍ فَإِذَا بَعَثَ عَامِلًا سَأَلَ عَنِ اسْمِهِ فَإِذَا أَعْجَبَهُ اسْمه فَرح بِهِ ورئي بشر ذَلِك على وَجْهِهِ وَإِنْ كَرِهَ اسْمَهُ رُئِيَ كَرَاهِيَةُ ذَلِكَ على وَجْهِهِ وَإِذَا دَخَلَ قَرْيَةً سَأَلَ عَنِ اسْمِهَا فَإِنْ أَعْجَبَهُ اسْمُهَا فَرِحَ بِهِ وَرُئِيَ بِشْرُ ذَلِكَ فِي وَجْهِهِ وَإِنْ كَرِهَ اسْمَهَا رُئِيَ كَرَاهِيَة ذَلِك فِي وَجهه. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান