মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮৭
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৭। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী (ﷺ) যখন কোন প্রয়োজনে ঘর হইতে রওয়ানা হইতেন, তখন কাহারো মুখে ইয়া রাশেদু (হে সঠিক পথের অনুসারী), ইয়া নাজীহু (হে সফলতা লাভকারী) বা এই জাতীয় কোন শব্দ শুনা ভালবাসিতেন। —তিরমিযী
وَعَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعْجِبُهُ إِذَا خَرَجَ لِحَاجَةٍ أَنْ يَسْمَعَ: يَا رَاشِدُ يَا نَجِيحُ. رَوَاهُ التِّرْمِذِيُّ
