মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৪- রোগব্যধি ও রুকইয়া,চিকিৎসা অধ্যায়
হাদীস নং: ৪৫৮৬
১. দ্বিতীয় অনুচ্ছেদ - শুভ ও অশুভ লক্ষণ
৪৫৮৬। হযরত সা'দ ইবনে মালেক (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ পেঁচার মধ্যে কুলক্ষণের কিছুই নাই। রোগের মধ্যে সংক্রামক বলিতে কিছুই নাই এবং কোন কিছুর মধ্যে অশুভ লক্ষণ নাই। তবে হ্যাঁ, যদি কোন কিছুতে অমঙ্গল থাকে, তবে ঘর, ঘোড়া এবং নারীর মধ্যে থাকিবে। –আবু দাউদ
وَعَن سعدِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا هَامَةَ وَلَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَإِنْ تَكُنِ الطِّيَرَةُ فِي شَيْءٍ فَفِي الدَّارِ وَالْفرس وَالْمَرْأَة» . رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, এই তিনটি জীবনের অনিবার্য উপকরণের সহিতও নানা ধরনের বিপদ আপদ লাগিয়া থাকে, তবুও কেহ অশুভ লক্ষণের ধারণায় এইগুলিকে বর্জন করে না। সুতরাং অন্যকিছুর মধ্যে অশুভ লক্ষণ মানা উচিত নহে।
