মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৫০৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন সবচাইতে কঠিন আযাব হইবে সেই ব্যক্তির, যে কোন নবীকে কতল করিয়াছে অথবা কোন নবী যাহাকে কতল করিয়াছেন। অথবা যে ব্যক্তি তাহার পিতা বা মাতার মধ্যে কাহাকে কতল করিয়াছে। আর ছবি প্রস্তুতকারীদের এবং ঐ আলেম যে নিজের ইল্ম হইতে উপকৃত হয় না। (অর্থাৎ, ইল্ম মোতাবেক আমল করে না। )
كتاب اللباس
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ مَنْ قَتَلَ نَبِيًّا أَوْ قَتَلَهُ نَبِيٌّ أَوْ قَتَلَ أَحَدَ وَالِدَيْهِ وَالْمُصَوِّرُونَ وعالم لم ينْتَفع بِعِلْمِهِ»
হাদীসের ব্যাখ্যা:
নবী কোন ব্যক্তিকে জেহাদে তথা দ্বীনের ব্যাপারে কতল করিয়াছেন, হদ্ বা কেছাছে নহে।