মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫১০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. তৃতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫১০। হযরত আলী (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলিতেন, শতরঞ্জ (দাবা) খেলা হইল আজমীদের (অনারবদের) জুয়া।
كتاب اللباس
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ كَانَ يَقُول: الشطرنج هُوَ ميسر الْأَعَاجِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান