মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০০
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০০। হযরত বুরায়দা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে ব্যক্তি দাবা খেলিল, সে যেন তাহার হাতকে শূকরের রক্ত-মাংস দ্বারা রঞ্জিত করিল। —মুসলিম
وَعَنْ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ لَعِبَ بِالنَّرْدَشِيرِ فَكَأَنَّمَا صَبَغَ يَدَهُ فِي لَحْمِ خِنْزِيرٍ وَدَمِهِ» . رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

কথিত আছে যে, পারস্যের সাসানী রাজা শাবুর ইবনে ইরদেশীরই এই খেলাটির প্রথম আবিষ্কারক। তাই মজুসীদের অনুসরণ হিসাবে ইহা নিষিদ্ধ। এতদ্ব্যতীত ইহাতে আরও বহুবিধ অবৈধ কারণ রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫০০ | মুসলিম বাংলা