মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৯৯
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি বলেনঃ যে ব্যক্তি এমন স্বপ্নের কথা বর্ণনা করিবে, যাহা সে দেখে নাই, তাহাকে (কিয়ামতের দিন) দুইটি যবের বীজে গিট লাগানোর জন্য বাধ্য করা হইবে। অথচ সে কিছুতেই গিঁট লাগাইতে পারিবে না। আর যে ব্যক্তি অন্য লোকদের আলোচনা কান পাতিয়া শুনিবে, অথচ তাহারা এই ব্যক্তির শুনাটা পছন্দ করে না অথবা তাহারা এই ব্যক্তি হইতে দূরে থাকিতে চায়, কিয়ামতের দিন তাহার কানে গলিত সীসা ঢালিয়া দেওয়া হইবে। আর যে লোক (কোন প্রাণীর) ছবি তৈয়ার করিবে, তাহাকে শাস্তি দেওয়া হইবে এবং ঐগুলিতে প্রাণ দান করার জন্য বাধ্য করা হইবে, অথচ সে কিছুতেই প্রাণ ফুঁকিতে পারিবে না। -বুখারী
وَعَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ تَحَلَّمَ بِحُلْمٍ لَمْ يَرَهُ كُلِّفَ أَنْ يَعْقِدَ بَيْنَ شَعِيرَتَيْنِ وَلَنْ يَفْعَلَ وَمَنِ اسْتَمَعَ إِلَى حَدِيثِ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ أَوْ يَفِرُّونَ مِنْهُ صُبَّ فِي أُذُنَيْهِ الْآنُكُ يَوْمَ الْقِيَامَةِ وَمَنْ صَوَّرَ صُورَةً عُذِّبَ وَكُلِّفَ أَنْ يَنْفُخَ فِيهَا وَلَيْسَ بِنَافِخٍ» . رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

দুইটি যবের মধ্যে গিট লাগানো যেমন অসম্ভব, তেমন তাহার উপর হইতে শাস্তিও রহিত হইবে না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৯৯ | মুসলিম বাংলা