মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৫০১
৪. দ্বিতীয় অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৫০১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হযরত জিবরায়ীল (আঃ) আমার কাছে আসিয়া বলিলেন, আমি গত রাত্রে আপনার কাছে আসিয়াছিলাম, কিন্তু ঘরের ভিতরে প্রবেশ করিতে আমাকে যেই জিনিসে বিরত রাখিয়াছিল তাহা হইল গৃহদ্বারের ছবিগুলি। এবং ঘরের দরজায় একখানা পর্দা ঝুলানো ছিল, উহাতে ছিল অনেকগুলি প্রাণীর ছবি। আর ঘরের অভ্যন্তরে ছিল একটি কুকুর। (বস্তুত যেই ঘরে এই সমস্ত জিনিস থাকে, আমরা সেই ঘরে প্রবেশ করি না।) সুতরাং ঐসমস্ত প্রতিকৃতিগুলির মাথা কাটিয়া ফেলার নির্দেশ দিন, যাহা ঘরের দরজায় রহিয়াছে, উহা কাটা হইলে তখন উহা গাছ-গাছড়ার আকৃতি হইয়া যাইবে এবং পর্দাটি সম্পর্কে নির্দেশ দিন, উহাকে কাটিয়া দুইটি গদি তৈয়ার করিয়া লইবে, যাহা বিছানা এবং পায়ের নীচে থাকিবে। আর কুকুরটি সম্পর্কে নির্দেশ দিন, যেন উহাকে ঘর হইতে অবশ্যই বাহির করিয়া দেওয়া হয়। সুতরাং রাসূলুল্লাহ্ (ﷺ) তাহাই করিলেন। —তিরমিযী ও আবু দাউদ
الْفَصْل الثَّانِي
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ قَالَ: أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي عَلَى بَابِ الْبَيْتِ فَيُقْطَعْ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآنِ وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ . فَفَعَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৫০১ | মুসলিম বাংলা