মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৯৩
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৩। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি ঘরের জানালায় একটি পর্দা ঝুলাইয়া ছিলেন। উহাতে ছিল প্রাণীর প্রতিকৃতি। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহাকে ছিঁড়িয়া ফেলিলেন। অতঃপর হযরত আয়েশা (রাঃ) সেই কাপড়ের খণ্ড দ্বারা দুইটি বালিশ বানাইয়া নিলেন এবং উহা ঘরের মধ্যেই ছিল। হুযূর (ছাঃ) উহাতে হেলান দিয়া বসিতেন।
وعنها أَنَّهَا كَانَت عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمرُقتين فكانتا فِي الْبَيْت يجلسُ عَلَيْهِم
হাদীসের ব্যাখ্যা:
কাপড়টি ছিঁড়িয়া ফেলার পর প্রাণীর ছবিটি অবিকল বহাল থাকে নাই বা উহার সাথে সম্মানসূচক আচরণ করা হয় নাই। কাজেই উহাকে পায়ের নীচে কিংবা দলিত-মথিত অবস্থায় ব্যবহার করার মধ্যে কোন দোষ নাই ।
