মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৯২
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯২। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার তিনি একটি গদি (বা আসন) খরিদ করিলেন। উহাতে প্রাণীর অনেকগুলি ছবি ছিল। যখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (বাহির হইতে) উহা দেখিলেন; দরজায় দাড়াইয়া গেলেন, ঘরে প্রবেশ করিলেন না। আমি তাঁহার চেহারায় ঘৃণার ভাব দেখিতে পাইলাম। হযরত আয়েশা (রাঃ) বলেন, তখন আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্। আমি (আমার গুনাহের জন্য) আল্লাহ ও তাহার রাসূলের কাছে তওবা করিতেছি। বলুন তো, আমি কি অপরাধ করিয়াছি? তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন এই গদিটি কেন? আমি বলিলাম, আপনার বসার এবং বিছানা হিসাবে ব্যবহার করার জন্য আমি উহা খরিদ করিয়াছি। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই সমস্ত ছবি যাহারা তৈয়ার করিয়াছে, কিয়ামতের দিন তাহাদিগকে শাস্তি দেওয়া হইবে এবং তাহাদিগকে বলা হইবে, যাহা তোমরা বানাইয়াছ তাহাতে জীবন দান কর, অতঃপর বলিলেন, ফিরিশতাগণ কখনো এমন ঘরে প্রবেশ করেন না, যেই ঘরে (প্রাণীর) ছবি থাকে।
وَعَنْهَا أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى الْبَابِ فَلَمْ يَدْخُلْ فَعَرَفْتُ فِي وَجْهِهِ الْكَرَاهِيَةَ قَالَتْ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أتوبُ إِلى الله وإِلى رَسُوله مَا أذنبتُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ؟» قُلْتُ: اشْتَرَيْتُهَا لَكَ لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ الْقِيَامَةِ وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ . وَقَالَ: «إِنَّ الْبَيْتَ الَّذِي فِيهِ الصُّورَةُ لَا تدخله الْمَلَائِكَة»
হাদীসের ব্যাখ্যা:
তোমরা উহাতে জীবন দান কর—কথাটি সেই দিন তিরস্কারমূলক অক্ষমতা প্রকাশের জন্য বলা হইবে। তাহারা জীবন দিতেও পারিবে না, আযাব হইতে রেহাইও পাইবে না।
