মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৯১
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯১। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন গৃহে (প্রাণীর) ছবিযুক্ত কোন জিনিসই রাখিতেন না; বরং তাহা ভাঙ্গিয়া চুরমার করিয়া ফেলিতেন। —বুখারী
كتاب اللباس
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান