মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৯০
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯০। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হযরত মায়মুনা (রাঃ) হইতে বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত অবস্থায় ভোর করিলেন এবং বলিলেন : জিব্বায়ীল (আঃ) এই রাত্রে আমার সহিত সাক্ষাৎ করিবেন বলিয়া ওয়াদা করিয়াছিলেন,কিন্তু সাক্ষাৎ করেন নাই। আল্লাহর কসম। তিনি তো কখনো আমার সাথে কথা দিয়া খেলাফ করেন নাই। অতঃপর তাহার মনে পড়িল ঐ কুকুর ছানাটির কথা, যাহা তাহার তাবুর নীচে ছিল।তখনই তিনি উহাকে ঐখান হইতে বাহির করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। ইহার পর উহাকে বাহির করিয়া দেওয়া হইল। অতঃপর কুকুরটি যে জায়গায় বসা ছিল, তিনি সেই জায়গায় কিছু পানি নিজ হাতে নিয়া ছিটাইয়া দিলেন। পরে যখন বিকাল হইল, হযরত জিবরায়ীল (আঃ) তাহার সাথে সাক্ষাৎ করিলেন। তখন নবী (ছাঃ) বলিলেন, গত রাত্রে আপনি আমার সহিত সাক্ষাৎ করার ওয়াদা করিয়াছিলেন। তিনি বলিলেন, হ্যাঁ, (সাক্ষাতের ওয়াদা করিয়াছিলাম) কিন্তু আমরা এমন ঘরে প্রবেশ করি না যেই ঘরে কুকুর বা ছবি থাকে। পরের দিন সকালে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কুকুর মারিয়া ফেলার জন্য নির্দেশ দিলেন, এমন কি ছোট ছোট বাগানের (হেফাযতে রক্ষিত) কুকুরগুলিকেও মারার হুকুম দিলেন (কেননা, উহার জন্য কুকুর পোষার প্রয়োজন নাই,) তবে বড় বড় বাগানের কুকুরগুলিকে ছাড়িয়া দেন। (অর্থাৎ, এগুলিকে মারিতে বলেন নাই।) — মুসলিম
وَعَن ابنِ عبَّاسٍ عَنْ مَيْمُونَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أصبحَ يَوْمًا واجماً وَقَالَ: «إِنَّ جِبْرِيلَ كَانَ وَعَدَنِي أَنْ يَلْقَانِيَ اللَّيْلَةَ فَلَمْ يَلْقَنِي أَمَ وَاللَّهِ مَا أَخْلَفَنِي» . ثُمَّ وَقَعَ فِي نَفْسِهِ جِرْوُ كَلْبٍ تَحْتَ فُسْطَاطٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ ثُمَّ أَخَذَ بيدِه مَاء فنضحَ مَكَانَهُ فَلَمَّا أَمْسَى لقِيه جِبْرِيلَ فَقَالَ: «لَقَدْ كُنْتَ وَعَدْتَنِي أَنْ تَلْقَانِي الْبَارِحَةَ» . قَالَ: أَجَلْ وَلَكِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ فَأَصْبَحَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَئِذٍ فَأَمَرَ بِقَتْلِ الْكلاب حَتَّى إِنه يَأْمر بقتل الْكَلْب الْحَائِطِ الصَّغِيرِ وَيَتْرُكُ كَلْبَ الْحَائِطِ الْكَبِيرِ. رَوَاهُ مُسلم
