মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৯৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৯৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, একবার নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে রওয়ানা হইয়া গিয়াছেন। আর আমি (তাহার অবর্তমানে) একখানা কাপড় লইয়া পর্দাস্বরূপ ঘরের দরজায় ঝুলাইয়া রাখিয়াছিলাম। যখন তিনি সফর শেষে ফিরিয়া আসিলেন এবং পর্দাটি দেখিলেন, তখন তিনি, উহাকে টানিয়া লইয়া ছিঁড়িয়া ফেলিলেন। অতঃপর বলিলেন: নিশ্চয় আল্লাহ্ তা'আলা আমাদিগকে এই আদেশ করেন নাই যে, আমরা ইট এবং পাথরকেও যেন কাপড়-চোপড় পরিধান করাই। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنْهَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ فِي غَزَاةٍ فَأَخَذَتْ نَمَطًا فَسَتَرَتْهُ عَلَى الْبَابِ فَلَمَّا قَدِمَ فَرَأَى النَّمَطَ فَجَذَبَهُ حَتَّى هَتَكَهُ ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَمْ يَأْمُرْنَا أَنْ نَكْسُوَ الْحِجَارَةَ وَالطِّينَ»

হাদীসের ব্যাখ্যা:

অহেতুক ঘরকে সাজানো অপব্যয় ও অপচয় ছাড়া কিছু নহে। ইহা হারাম না হইলেও বাঞ্ছনীয় নহে। এইভাবে ঘরকে সাজানো ইট-পাথরকে পোশাক পরিধান করানোরই নামান্তর।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৯৪ | মুসলিম বাংলা