মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৮৯
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৪. প্রথম অনুচ্ছেদ - ছবি সম্পর্কে বর্ণনা
৪৪৮৯। হযরত আবু তালহা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। ফিরিশতাগণ সেই ঘরে প্রবেশ করেন না যাহাতে কুকুর রহিয়াছে এবং সেই ঘরেও না, যাহাতে আছে (প্রাণীর) ছবি। - -মোত্তাঃ
كتاب اللباس
بَابُ التَّصَاوِيرِ: الْفَصْل الأول
عَن أبي طَلْحَة قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا تصاوير»
হাদীসের ব্যাখ্যা:
এখানে ছবি দ্বারা কোন প্রাণীর ছবিকে বুঝান হইয়াছে। বিভিন্ন হাদীসে ইহাকে কঠোর হারাম কাজ বলা হইয়াছে এবং ছবির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি আল্লাহর নবী লা'নত করিয়াছেন। কোন্ জাতীয় ছবি তোলা যাইতে পারে, আর কোন প্রকারের ছবি তোলা নিষিদ্ধ, এই অধ্যায়ের হাদীসে তাহা বর্ণনা করা হইয়াছে।
এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না; কিন্তু যে সব ফেরেশতা মানুষের আমল লিপিবদ্ধ করেন কিংবা মানুষের হেফাযতে নিয়োজিত অথবা রূহ কবয করার জন্য আসেন, তাঁহারা ইহার অন্তর্ভুক্ত নহেন।
এমন ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না; কিন্তু যে সব ফেরেশতা মানুষের আমল লিপিবদ্ধ করেন কিংবা মানুষের হেফাযতে নিয়োজিত অথবা রূহ কবয করার জন্য আসেন, তাঁহারা ইহার অন্তর্ভুক্ত নহেন।