মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৮৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮৮। ইয়াহ্ইয়া ইবনে সায়ীদ (রঃ) হইতে বর্ণিত, তিনি হযরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রাঃ)-কে বলিতে শুনিয়াছেন, আল্লাহর বন্ধু হযরত ইবরাহীম খলীল (আঃ)-ই প্রথম মানুষ যিনি মেহমানের আতিথেয়তা করিয়াছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি খত্‌না করিয়াছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি গোঁফ কাটিয়াছেন। আর তিনিই প্রথম মানুষ যিনি চুল সাদা হইতে দেখিয়াছেন। তখন তিনি বলিয়া উঠিলেন, হে প্ৰভু ইহা কি? মহান কল্যাণময় আল্লাহ্ তা'আলা বলিলেন, হে ইবরাহীম! ইহা মর্যাদার প্রতীক। তখন ইবরাহীম (আঃ) প্রার্থনা করিলেন, হে প্রভু ! আমার মর্যাদাকে আরো বৃদ্ধি করিয়া দাও । —মালেক
وَعَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ: كَانَ إِبْرَاهِيمُ خَلِيلُ الرَّحْمَنِ أوَّلَ النَّاس ضيَّف الضَّيْف وَأَوَّلَ النَّاسِ اخْتَتَنَ وَأَوَّلَ النَّاسِ قَصَّ شَارِبَهُ وَأَوَّلَ النَّاسِ رَأَى الشَّيْبَ فَقَالَ: يَا رَبِّ: مَا هَذَا؟ قَالَ الرَّبُّ تَبَارَكَ وَتَعَالَى: وَقَارٌ يَا إِبْرَاهِيمُ قَالَ: رَبِّ زِدْنِي وَقَارًا. رَوَاهُ مَالك

হাদীসের ব্যাখ্যা:

কথিত আছে যে, হযরত ইব্রাহীম (আঃ)-এর দাড়ি ও চুল সম্পূর্ণ ধবধবে সাদা হইয়া গিয়াছিল। আর আল্লাহ্ তা'আলা যে إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ঘোষণা করিয়া তাহার ইজ্জত ও মর্যাদাকে সর্বোচ্চে উঠাইয়াছেন, তাহা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকিবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৮৮ | মুসলিম বাংলা