মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৮৭
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮৭। হযরত সায়ীদ ইবনে মুসাইয়াব (রাঃ) হইতে শ্রুত যে, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ্ তা'আলা পবিত্র, তিনি পবিত্রতাকেই ভালবাসেন। তিনি পরিচ্ছন্ন, তাই পরিচ্ছন্নতাকেই পছন্দ করেন। তিনি দয়ালুও, তাই দয়া করাকে ভালবাসেন। তিনি দাতা, তাই দানশীলতাকে পছন্দ করেন। সুতরাং তোমরা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখ, রাবী বলেন, সম্ভবত ইবনে মুসাইয়াব বলিয়াছেন, তোমাদের (ঘর দুয়ার ও) আঙ্গিনাকে ইয়াহুদীদের মত (অপরিষ্কার ও অপরিচ্ছন্ন) রাখিও না। বর্ণনাকারী বলেন, ইবনে মুসাইয়াবের বর্ণিত এই কথাগুলি আমি হযরত মুহাজির ইবনে মিসমারের কাছে বর্ণনা করিলাম। তখন তিনি বলিলেন, অবিকল এই কথাগুলি আমাকে হযরত আমের ইবনে সা'দ তাঁহার পিতার মাধ্যমে নবী (ﷺ) হইতে বর্ণনা করিয়াছেন। তবে তিনি নিঃসন্দেহে বলিয়াছেন, তোমরা নিজেদের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখ। —তিরমিযী
وَعَن ابنِ الْمسيب سُمِعَ يَقُولُ: إِنَّ اللَّهَ طَيِّبٌ يُحِبُّ الطِّيبَ نَظِيفٌ يُحِبُّ النَّظَافَةَ كَرِيمٌ يُحِبُّ الْكَرَمَ جَوَادٌ يُحِبُّ الْجُودَ فَنَظِّفُوا أُرَاهُ قَالَ: أَفْنِيَتَكُمْ وَلَا تشبَّهوا باليهود

قَالَ: فذكرتُ ذَلِك لمهاجرين مِسْمَارٍ فَقَالَ: حَدَّثَنِيهِ عَامِرُ بْنُ سَعْدٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ إِلَّا أَنَّهُ قَالَ: «نَظِّفُوا أَفْنِيتَكُمْ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

কোন ঈমানদারের জামা-কাপড় বা শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই যথেষ্ট নহে ; বরং উহার সাথে সাথে ঘর-দুয়ার ও উহার আশপাশ পরিষ্কার করিয়া রাখাও ঈমানের দাবী। পরিশেষে ইহাও প্রমাণিত হইল যে, হাদীসটির প্রকৃত বর্ণনাকারী সাহাবী হইলেন হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাছ (রাঃ)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৮৭ | মুসলিম বাংলা