মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৮৩
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮৩। হযরত আবু কাতাদাহ্ (রাঃ) হইতে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিলেন, হুযুর! আমার চুল ঘাড় পর্যন্ত পৌঁছিয়াছে। সুতরাং আমি কি উহাকে আঁচড়াইয়া রাখিতে পারি? রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ হ্যাঁ, এবং উহাকে সযত্নে রাখ। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর হ্যাঁ এবং উহাকে যত্ন কর বলার কারণে আবু কাতাদাহ দৈনিক দুইবার উহাতে তৈল মালিশ করিতেন। —মালেক
وَعَنْ أَبِي قَتَادَةَ أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ لِي جُمَّةً أَفَأُرَجِّلُهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ وَأَكْرِمْهَا» قَالَ: فَكَانَ أَبُو قَتَادَةَ رُبَّمَا دَهَنَهَا فِي الْيَوْمِ مَرَّتَيْنِ مِنْ أَجْلِ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِعْمَ وَأَكْرمهَا» . رَوَاهُ مَالك
