মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৮২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮২। হযরত ওয়ালীদ ইবনে ওক্‌বা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন মক্কা জয় করিলেন, তখন মক্কাবাসীরা তাহাদের ছোট ছোট বাচ্চাদিগকে তাঁহার খেদমতে আনিতে শুরু করিল আর তিনিও উহাদের জন্য বরকতের দো'আ করিতেন এবং তাহাদের মাথায় হাত বুলাইয়া দিতেন। ওয়ালীদ বলেন, আমাকেও তাঁহার খেদমতে আনা হইল, সেই সময় আমার গায়ে খালুক সুগন্ধি মাখা ছিল। সেই (রং্গিন) খালুক সুগন্ধির দরুন তিনি আমাকে স্পর্শ করেন নাই। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن الوليدِ بن عقبةَ قَالَ: لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ جَعَلَ أَهْلُ مَكَّةَ يَأْتُونَهُ بصبيانهم فيدعو لَهُم بِالْبركَةِ وَيمْسَح رؤوسهم فَجِيءَ بِي إِلَيْهِ وَأَنَا مُخَلَّقٌ فَلَمْ يَمَسَّنِي من أجل الخَلوق. رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান