মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৮১
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮১। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে এক হিজড়াকে আনা হইল, সে তাহার হাতে এবং পায়ে মেন্ধী লাগাইয়া রাখিয়াছিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, ইহার এই অবস্থা কেন? সাহাবাগণ বলিলেন, সে নারীদের বেশ ধারণ করিয়াছে। তখন তিনি উহাকে শহর হইতে বাহির করিয়া দেওয়ার নির্দেশ দিলেন। সুতরাং তাহাকে শহরের বাহিরে নাকী' নামক স্থানে নির্বাসিত করা হইল। অতঃপর হুযুর (ﷺ)-কে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি তাহাকে কতল করিয়া দিব? তিনি বলিলেনঃ নামাযী ব্যক্তিদিগকে কতল করিতে আমাকে নিষেধ করা হইয়াছে। –আবু দাউদ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمُخَنَّثٍ قَدْ خَضَبَ يَدَيْهِ وَرِجْلَيْهِ بِالْحِنَّاءِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَالُ هَذَا؟» قَالُوا: يَتَشَبَّهُ بِالنِّسَاءِ فَأَمَرَ بِهِ فَنُفِيَ إِلَى النَّقِيعِ. فَقيل: يَا رَسُولَ اللَّهِ أَلَا تَقْتُلُهُ؟ فَقَالَ: «إِنِّي نُهِيتُ عَنْ قَتْلِ الْمُصَلِّينَ» . رَوَاهُ أَبُو دَاوُدَ
হাদীসের ব্যাখ্যা:
নারীও নহে কিংবা পুরুষও নহে, এমন ব্যক্তিকে বলা হয় মুখান্নাস বা হিজড়া। এতদ্ভিন্ন পুরুষ নারীর বেশ এবং নারী পুরুষের বেশ ধারণ করা হারাম। প্রকৃত হিজড়াকে নারীদের সমাজে প্রবেশ করিতে দেওয়া নাজায়েয।
