মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৮০
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮০। হযরত ওসমান ইবনে আব্দুল্লাহ্ ইবনে মাওয়াহব (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমি (একবার) হযরত উম্মে সালামা (রাঃ)-এর নিকট গেলাম। তখন তিনি আমাদের সম্মুখে নবী (ﷺ)-এর কয়েকগাছি চুল বাহির করিয়া আনিলেন যাহা (মেন্ধী দ্বারা) খেযাব করা ছিল। —বুখারী
وَعَن عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ قَالَ: دَخَلْتُ عَلَى أُمِّ سَلَمَةَ فَأَخْرَجَتْ إِلَيْنَا شَعْرًا مِنْ شَعْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مخضوبا. رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

হুযূর (ﷺ) মাথার চুলে খেযাব লাগান নাই। অবশ্য কখনো কখনো দাড়িতে মেন্ধীর খেযাব লাগাইয়াছেন। অথবা তিনি খুব বেশী সুগন্ধি ব্যবহার করিতেন, ফলে উহাতে চুল দাড়ির রং খেযাবের রং ধারণ করিয়াছিল। তাই বর্ণনাকারী উহাকে খেযাব করা হইয়াছিল বলিয়াছেন, প্রকৃতপক্ষে খেযাব করা ছিল না।
tahqiqতাহকীক:তাহকীক চলমান