মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৭৯
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি নিজের দাড়িকে হলুদ রং দ্বারা হলদে করিতেন, এমন কি উহাতে তাহার কাপড় হলদে হইয়া যাইত। তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, আপনি হলুদ রং ব্যবহার করেন কেন? উত্তরে তিনি বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে ইহা ব্যবহার করিতে দেখিয়াছি। বস্তুত তাহার কাছে এই রংয়ের চাইতে অন্য কোন রং অধিক প্রিয় ছিল না। তিনি তাঁহার সমস্ত কাপড় এমন কি পাগড়ীও এই রং্গে রঞ্জিত করিতেন। —আবু দাউদ ও নাসায়ী
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّهُ كَانَ يَصْفِّرُ لِحْيَتَهُ بِالصُّفْرَةِ حَتَّى تَمْتَلِئَ ثِيَابُهُ مِنَ الصُّفْرَةِ فَقِيلَ لَهُ: لِمَ تُصْبِغُ بِالصُّفْرَةِ؟ قَالَ: أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا وَلَمْ يَكُنْ شَيْءٌ أَحَبَّ إِلَيْهِ مِنْهَا وَقد كَانَ يصْبغ ثِيَابَهُ كُلَّهَا حَتَّى عِمَامَتَهُ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
হাদীসের ব্যাখ্যা:
الصفرة এমন এক সুগন্ধি হলুদ রং, যাহাতে লালচে রং মিশ্রিত থাকে। হুযূর (ﷺ) অধিকাংশ এই রংই ব্যবহার করিতেন, তবে সবুজ রং দ্বারা কাপড় রঞ্জিত করিয়াছেন বলিয়াও হাদীসে উল্লেখ আছে।
