মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৭৮
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৮। হযরত সাবেত (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, হযরত আনাস (রাঃ)-কে নবী (ﷺ)-এর খেযাব লাগানো সম্পর্কে জিজ্ঞাসা করা হইয়াছিল। জবাবে তিনি বলিলেন, যদি আমি তাহার মাথার সাদা চুলগুলি গুণিয়া দেখিতে চাহিতাম, তবে অনায়াসে গুণিতে পারিতাম। (অর্থাৎ, তাঁহার চুল এমন বেশী পরিমাণে সাদা হয় নাই যে, খেযাব লাগাইতে হইবে।) তিনি বলিলেন, সুতরাং তিনি খেযাব লাগান নাই। অপর এক বর্ণনায় এই কথাটি বর্ধিত আছে যে, হযরত আবু বকর (রাঃ) মেন্ধী ও কতম ঘাস মিশ্রিত খেযাব লাগাইয়াছেন। আর হযরত ওমর (রাঃ) নিরেট মেন্ধীর খেযাব লাগাইয়াছেন। – মোত্তাঃ
الْفَصْل الثَّالِث
عَن ثابتٍ قَالَ: سُئِلَ أَنَسٌ عَنْ خِضَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: لَوْ شِئْتَ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ قَالَ: وَلَمْ يَخْتَضِبْ زَادَ فِي رِوَايَةٍ: وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بحتا
tahqiqতাহকীক:তাহকীক চলমান