মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৮৪
৩. তৃতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৮৪। হযরত হাজ্জাজ ইবনে হাসসান (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমরা হযরত আনাস ইবনে মালেক (রাঃ)-এর নিকট গেলাম। (তখন আমি ছোট শিশুই ছিলাম।) আমার ভগ্নী মুগীরা (সেই দিনকার ঘটনাটি আমাকে এইভাবে) বর্ণনা করিয়াছেন যে, তুমি তখন ছোট বাচ্চাই ছিলে। তোমার চুলের দুইটা বেণী অথবা দুইটি গুচ্ছ ছিল। তখন হযরত আনাস (রাঃ) তোমার মাথার উপরে হাত ফিরাইয়া তোমার জন্য বরকতের দো'আ করিলেন এবং বলিলেন, উহার এই বেণী দুইটি কাটিয়া ফেল অথবা বলিয়াছেন, মুড়াইয়া ফেল। কেননা, ইহা ইয়াহুদীদের আচরণ। –আবু দাউদ
وَعَن الحجاح بْنِ حَسَّانَ قَالَ دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالك فَحَدَّثَتْنِي أُخْتِي الْمُغِيرَةُ قَالَتْ: وَأَنْتَ يَوْمَئِذٍ غُلَامٌ وَلَكَ قَرْنَانِ أَوْ قُصَّتَانِ فَمَسَحَ رَأْسَكَ وَبَرَّكَ عَلَيْكَ وَقَالَ: «احْلِقُوا هَذَيْنِ أَوْ قُصُّوهُمَا فَإِنَّ هَذَا زِيُّ الْيَهُود» . رَوَاهُ أَبُو دَاوُد
