মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৭৬
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) হইতে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ অচিরেই আজমী দেশ তোমাদের দখলে আসিবে এবং তথায় তোমরা এমন কিছু ঘর পাইবে যাহাকে হাম্মাম বলা হয়। সেই সমস্ত হাম্মামে তোমাদের পুরুষেরা যেন ইযার পরিহিত অবস্থা ব্যতীত প্রবেশ না করে, আর মহিলাদেরে উহা হইতে বিরত রাখিবে। তবে রুম এবং হায়েয-নেফাস হইতে পবিত্রতা অর্জনকারী মহিলাদেরে বাধা দিবে না। (যদি তাহারা উহাতে প্রবেশ করিতে বাধ্য হয়।) — আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَتُفْتَحُ لَكُمْ أَرْضُ الْعَجَمِ وَسَتَجِدُونَ فِيهَا بُيُوتًا يُقَالُ لَهَا: الْحَمَّامَاتُ فَلَا يَدْخُلَنَّهَا الرِّجَالُ إِلَّا بِالْأُزُرِ وَامْنَعُوهَا النِّسَاءَ إِلَّا مَرِيضَةً أَوْ نُفَسَاءَ . رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান