মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৭৫
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৫। আবুল মালীহ (রঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, একবার হেমস অধিবাসিনী কয়েকজন মহিলা হযরত আয়েশা (রাঃ)-এর খেদমতে উপস্থিত হইল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কোথা হইতে আসিয়াছ? তাহারা বলিল, সিরিয়া হইতে। তখন হযরত আয়েশা (রাঃ) বলিলেন, সম্ভবত তোমরা ঐ এলাকার অধিবাসিনী, যেখানের মহিলারা হাম্মামখানায় প্রবেশ করে? তাহারা বলিল, হ্যাঁ। তখন হযরত আয়েশা (রাঃ) বলিলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে বলিতে শুনিয়াছি, যে নারী তাহার স্বামীর ঘর ব্যতীত অন্য কোথাও তাহার স্বীয় কাপড় খোলে, তাহা হইলে সে যেন তাহার ও তাহার প্রভুর মধ্যে পর্দা ছিঁড়িয়া ফেলিল। অপর এক বর্ণনায় আছে, নিজ ঘর ব্যতীত অন্য কোথাও কাপড় খুলিলে সে যেন তাহার ও মহাপরাক্রমশালী আল্লাহর মধ্যের পর্দা নষ্ট করিয়া দিল। —তিরমিযী ও আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ أَبِي الْمَلِيحِ قَالَ: قَدِمَ عَلَى عَائِشَةَ نِسْوَةٌ مِنْ أَهْلِ حِمْصٍ فَقَالَتْ: مَنْ أَيْنَ أنتنَّ؟ قلنَ: من الشَّامِ فَلَعَلَّكُنَّ مِنَ الْكُورَةِ الَّتِي تَدْخُلُ نِسَاؤُهَا الْحَمَّامَاتِ؟ قُلْنَ: بَلَى قَالَتْ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تَخْلَعُ امْرَأَةٌ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتِ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا» . وَفِي رِوَايَةٍ: «فِي غيرِ بيتِها إِلا هتكت سترهَا بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ عَزَّ وَجَلَّ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
নিজের গৃহ ব্যতীত কোন মহিলার শরীরের কাপড় অন্য কোথাও, যেখানে পরপুরুষের নজর পড়িতে পারে, বিনা ওযরে খোলা হারাম। অবশ্য চিকিৎসার জন্য ডাক্তারের কাছে প্রয়োজনমত জায়েয আছে।