মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৭৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৪। হযরত আয়েশা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) পুরুষদের এবং মহিলাদেরকে হাম্মামখানায় (গোসলের জন্য) প্রবেশ করিতে নিষেধ করিয়াছেন। অবশ্য পরে কেবলমাত্র পুরুষদেরকে ইয়ারসমেত প্রবেশ করার অনুমতি দিয়াছেন। — তিরমিযী ও আবু দাউদ
كتاب اللباس
وَعَنْ عَائِشَةَ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى الرِّجَالَ وَالنِّسَاءَ عَنْ دُخُولِ الْحَمَّامَاتِ ثُمَّ رَخَّصَ لِلرِّجَالِ أَنْ يَدْخُلُوا بِالْمَيَازِرِ. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
এখানে হাম্মাম বলিতে ঐ সকল অভিজাত গোসলের স্থান উদ্দেশ্য, যেখানে অন্যান্যের সামনে বেপর্দেগী এবং সতর খোলার সম্ভাবনা রহিয়াছে।