মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৭৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৭৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) রাত্রে শোয়ার পূর্বে প্রত্যেক চোখে তিন তিন শলাকা ইসমিদ সুরমা লাগাইতেন। বর্ণনাকারী বলেন, তিনি আরো বলিয়াছেন, যেই সমস্ত জিনিস দ্বারা তোমরা চিকিৎসা গ্রহণ কর তন্মধ্যে (চার প্রকারের চিকিৎসা) সবচাইতে উত্তম–লাদুদ (ফোঁটা ফোঁটা করিয়া মুখে ঢালিবার ঔষধ), ছাউত (ফোঁটা ফোঁটা করিয়া নাকে দেওয়ার ঔষধ), শিংগা লাগানো এবং জোলাপ লওয়া। যে সকল সুরমা তোমরা ব্যবহার কর তন্মধ্যে ইসমিদ হইল সর্বোত্তম। উহাতে চোখের দৃষ্টিশক্তি সতেজ হয় এবং চোখের পলকের চুল অধিক জন্মায়। আর শিংগা লাগানোর জন্য উত্তম দিন হইল চাঁদের সতের, উনিশ ও একুশ তারিখ। আর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যখন মি'রাজ হইয়াছিল, তখন তিনি ফিরিশতাদের যে কোন দলের নিকট দিয়া অতিক্রম করিয়াছিলেন, তাঁহারা প্রত্যেকেই বলিয়াছিলেন যে, আপনি অবশ্যই শিংগা লাগাইবেন। —তিরমিযী, এবং তিনি বলিয়াছেন, এই হাদীসটি হাসান ও গরীব।
كتاب اللباس
وَعَنْهُ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْتَحِلُ قَبْلَ أَنْ يَنَامَ بِالْإِثْمِدِ ثَلَاثًا فِي كُلِّ عَيْنٍ قَالَ: وَقَالَ: «إِنَّ خَيْرَ مَا تَدَاوَيْتُمْ بِهِ اللَّدُودُ وَالسَّعُوطُ وَالْحِجَامَةُ وَالْمَشِيُّ وَخَيْرَ مَا اكْتَحَلْتُمْ بِهِ الْإِثْمِدُ فَإِنَّهُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعْرَ وَإِنَّ خَيْرَ مَا تَحْتَجِمُونَ فِيهِ يَوْمُ سَبْعَ عَشْرَةَ وَيَوْمُ تِسْعَ عَشْرَةَ وَيَوْمُ إِحْدَى وَعِشْرِينَ» وَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ عُرِجَ بِهِ مَا مَرَّ عَلَى مَلَأٍ مِنَ الْمَلَائِكَةِ إِلَّا قَالُوا: عَلَيْكَ بِالْحِجَامَةِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ

হাদীসের ব্যাখ্যা:

শিংগা দ্বারা শরীর হইতে দূষিত রক্ত বাহির হইয়া যায়, ফলে অনেক মারাত্মক ব্যাধি হইতে নিরাপদে থাকা যায়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৪৪৭৩ | মুসলিম বাংলা