মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৬৩
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে জা'ফর (রাঃ) হইতে বর্ণিত, (হযরত জাফর [রাঃ] -এর শাহাদতের খবর পৌঁছার পর) নবী (ﷺ) জাফরের সন্তানদিগকে শোক প্রকাশের জন্য তিন দিন সময় দিলেন। অতঃপর তিনি তাহাদের কাছে আসিলেন এবং বলিলেনঃ আজিকার পর হইতে তোমরা আর আমার ভাইয়ের জন্য কান্নাকাটি করিও না। তারপর তিনি বলিলেন, আমার ভাইয়ের সন্তানগুলিকে আমার কাছে ডাকিয়া আন। সুতরাং আমাদিগকে আনা হইল। যেন আমরা কতকগুলি পাখীর ছানা। অতঃপর বলিলেন, নাপিত ডাকিয়া আন। (নাপিত আসিলে) তিনি তাহাকে নির্দেশ দিলেন, অতঃপর সে আমাদের মাথা মুড়াইয়া দিল। –আবু দাউদ ও নাসায়ী
كتاب اللباس
وَعَن عبدِ الله بن جَعْفَرٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْهَلَ آلَ جَعْفَرٍ ثَلَاثًا ثُمَّ أَتَاهُمْ فَقَالَ: «لَا تَبْكُوا عَلَى أَخِي بَعْدِ الْيَوْمِ» . ثُمَّ قَالَ: «ادْعُوا لِي بَنِي أَخِي» . فَجِيءَ بِنَا كَأَنَّا أَفْرُخٌ فَقَالَ: «ادْعُوا لِي الْحَلَّاقَ» فَأَمَرَهُ فَحَلَقَ رؤوسنا. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ

হাদীসের ব্যাখ্যা:

মুতার যুদ্ধে পর পর তিন জন সেনাপতি শহীদ হন। ইঁহাদের মধ্যে হযরত জা'ফর ইবনে আবু তালিবও ছিলেন। তাঁহার শাহাদতের সংবাদের পর তাঁহার পরিবার-পরিজনের প্রতি হযরত (ﷺ) বিশেষভাবে সমবেদনা প্রকাশ করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান