মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৬২
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬২। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আমার মাথার সম্মুখ ভাগে এক গুচ্ছ লম্বা চুল ছিল। আমার আম্মা আমাকে বলিলেন, আমি উহা কাটিব না। কেননা, রাসূলুল্লাহ্ (ﷺ) (কখনও কখনও স্নেহস্বরূপ) উহাকে ধরিয়া সোজা করিতেন। –আবু দাউদ
كتاب اللباس
وَعَن أنسٍ قَالَ: كَانَتْ لِي ذُؤَابَةٌ فَقَالَتْ لِي أُمِّي: لَا أَجُزُّهَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمُدُّهَا وَيَأْخُذُهَا. رَوَاهُ أَبُو دَاوُدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান