মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৬৪
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৬৪। হযরত উম্মে আতিয়্যা আনসারী (রাঃ) হইতে বর্ণিত, জনৈক নারী মদীনায় (মেয়েদের) খতনা করাইত। নবী (ﷺ) তাহাকে বলিলেনঃ খতনা স্থানের মাংস খুব বেশী কাটিও না। কেননা, উহা (কম কাটার মধ্যে সঙ্গমের সময়) নারীর জন্য অত্যধিক তৃপ্তিদায়ক এবং স্বামীর কাছে খুবই প্রিয়। –আবু দাউদ এবং আবু দাউদ বলিয়াছেন, হাদীসটি যয়ীফ। উহার বর্ণনাকারী অপরিচিত।
كتاب اللباس
وَعَن أُمِّ عطيَّةَ الأنصاريَّةِ: أنَّ امْرَأَة كَانَت تختن بِالْمَدِينَةِ. فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُنْهِكِي فَإِنَّ ذَلِكَ أَحْظَى لِلْمَرْأَةِ وَأَحَبُّ إِلَى الْبَعْلِ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَقَالَ: هَذَا الْحَدِيثُ ضَعِيفٌ وَرَاوِيه مَجْهُول
tahqiqতাহকীক:তাহকীক চলমান