মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৩২
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : বদ-নজর লাগা সত্য এবং তিনি অঙ্গে উল্কি উৎকীর্ণ করিতে নিষেধ করিয়াছেন। —–বুখারী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْعَيْنُ حَقٌّ» وَنَهَى عَن الوشم. رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
উল্কি দ্বারা বদ নজর দূর হয় না ।
