মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
হাদীস নং: ৪৪৩১
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩১। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্ তা'আলা লা'নত করেন এমন সব নারীর উপর যাহারা অপরের অঙ্গে উল্কি করে এবং নিজের অঙ্গেও করায়, যাহারা (কপাল বা ভ্রূর) চুল উপড়াইয়া ফেলে এবং যাহারা সৌন্দর্যের জন্য দাত সরু ও উহার ফাঁক বড় করে যাহারা আল্লাহর সৃষ্টিকে বদলাইয়া দেয়। এ সময় জনৈকা মহিলা ইবনে মাসউদের নিকট আসিয়া জিজ্ঞাসা করিল, আমি শুনিতে পাইলাম, আপনি নাকি এমন এমন নারীদের উপর লা'নত করিয়াছেন? উত্তরে তিনি বলিলেন, আমি কেন তাহাদের উপর লা'নত করিব না, যাহাদের উপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা'নত করিয়াছেন ? আর যাহা আল্লাহর কিতাবেও রহিয়াছে। (অর্থাৎ, তাহাদের উপর লা'নত করা হইয়াছে।) মহিলাটি বলিল, আমি তো সারাটি কোরআন পড়িয়াছি; কিন্তু উহার মধ্যে কোথাও তো উহা পাইলাম না, যাহা আপনি বলিতেছেন। তখন ইবনে মাসউদ (রাঃ) বলিলেন, যদি তুমি কোরআন (মনোযোগ দিয়া) পড়িতে, তাহা হইলে তুমি অবশ্যই উহা পাইতে। আচ্ছা, তুমি কি ইহা পড় مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا নাই ? অর্থ, রাসূল তোমাদিগকে যাহাকিছু দেন তাহা তোমরা আড়াইয়া ধর, আর যাহা হইতে নিষেধ করেন, তাহা হইতে বিরত থাক। ইহা শুনিয়া মহিলাটি বলিল, হ্যাঁ, ইহা তো পড়িয়াছি। তখন ইবনে মাসউদ (রাঃ) বলিলেন, আল্লাহর রাসূল এই সমস্ত কাজ হইতেও নিষেধ করিয়াছেন। -মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ فَجَاءَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ: إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ لَعَنْتَ كَيْتَ وَكَيْتَ فَقَالَ: مَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَنْ هُوَ فِي كِتَابِ اللَّهِ فَقَالَتْ: لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وجدت فِيهِ مَا نقُول قَالَ: لَئِنْ كُنْتِ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ أَمَا قَرَأت: (مَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا)
؟ قَالَت: بلَى قَالَ: فإِنه قد نهى عَنهُ
؟ قَالَت: بلَى قَالَ: فإِنه قد نهى عَنهُ
