মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৩- পোষাক-পরিচ্ছদের বর্ণনা

হাদীস নং: ৪৪৩০
- পোষাক-পরিচ্ছদের বর্ণনা
৩. প্রথম অনুচ্ছেদ - চুল আঁচড়ানো
৪৪৩০। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই নারীর উপর আল্লাহর লা'নত যে অন্য নারীর মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করে কিংবা নিজ মাথায় কৃত্রিম চুল মিশ্রিত করায় এবং যে অন্যের গাত্রে উল্কি করে অথবা নিজের গাত্রে উল্কি করায়। —মোত্তাঃ
كتاب اللباس
وَعَنِ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ والواشمة والمستوشمة»

হাদীসের ব্যাখ্যা:

জাহেলিয়াতের যুগের লোকেরা দেহের কোন স্থানে সূচালো জিনিস দ্বারা যা করিয়া নাম বা কোন চিত্র খোদাই করিয়া উৎকীর্ণ করিত। ইহা জঘন্য গুনাহের কাজ। নারী-পুরুষ নির্বিশেষে এই কাজ অন্যের করা বা নিজে করানো সমান এবং হারাম। কৃত্রিম চুল যদি মানুষের চুলের দ্বারা তৈয়ার করা হয়, তবে ইমাম আবু হানীফার মতে বিবাহিতা অবিবাহিতা সকলের জন্য ইহা নাজায়েয। অন্য কিছুর তৈরী হইলে যদি প্রতারণামূলক না হয় তবে জায়েয আছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান